
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, জীবনমান উন্নয়নের স্রোত ধারায় হিজড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করাই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য। বর্তমান সরকার তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়া জনগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়াতে তাদের মধ্যে অভ্যাসগত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। এই প্রশিক্ষনের মাধ্যমে তাদের বিভিন্ন স্থানে পূনর্বাসন করা সম্ভব।
বুধবার আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে ৫০দিনব্যাপী (২২ জুন-১০ আগষ্ট) ৫০ জন হিজড়াকে আনসার ও ভিডিপি, কম্পিউটার কোর্স, সেলাই কোর্সে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর প্রশিক্ষন শেষে সমাপনী ও তাদের মাঝে সনদপত্র বিতরন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন। জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর এর উপ-পরিচালক স্ট্রিফেন মুর্মু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান ও ইনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুর মজিদ। হিজড়াদের পক্ষে বক্তব্য রাখেন হিজড়া সাথী সমিতির সভাপতি মোঃ ফিরোজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় দিনাজপুরের প্রবেশন অফিসার মোঃ মুনির হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাম রব্বানী।