
নজরুল ইসলাম খোকন, ষ্টাফ রিপোর্টার, হিলিঃ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারী শিশুসহ আটক নয় ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বি,এস,এফ) এর নিকট হস্তান্তর করলো বাংলাদেশ বর্ডার গার্ড (বি,জি,বি)।
শনিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১সাব পিলার হিলি চেকপোষ্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়। এর আগে হিলি চেকপোষ্টের শুন্যরেখায় বিজিবির গোলঘরে দুই বাহিনীর কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান এবং বাংলাদেশের বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান। বৈঠক শেষে আটককৃতদের বিএসএফের নিকট হস্তান্তর করে বিজিবি।
হস্তান্তর করা ভারতীয়রা হলেন, ভারতের কোচ বিহার জেলার কোতয়ালি থানার ধলুয়াবাড়ি গ্রামের মৃত নগেনদের ছেলে দীপেন দে (৫১), তার ছেলে ভজন দে (১৬), একই এলাকার মৃত চাদ মোরল পালের ছেলে ফনি চন্দ্র পাল (৬০), ভরৎ চন্দ্র ভৌমিকের ছেলে সমীর চন্দ্র ভৌমিক (৩২), তার স্ত্রী অর্চনা ভৌমিক (৩০), ছেলে শুভ দেব ভৌমিক (১২),মৃত নির্মল চন্দ্র দের স্ত্রী বাসন্তি দে (৬০), মৃত ওমর চন্দ্র দের ছেলে সুকুমার চন্দ্র দে (৫৬),তার স্ত্রী সত্য রানী দে (৪৫)।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, দু বাহিনীর মাঝে সৌহাদ্যপুর্ন সম্পর্কের কারনে তারাও বাংলাদেশের নাগরিকদের আটকের পর আমাদের নিকট হস্তান্তর করেন। তারই ধারাবাহিকতায় আমরাও তাদের দেশের নাগরিকদের আটকের পর তাদের কাছে হস্তান্তর করলাম।
ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জাফরুল্লাহ খান জানান, ভারত বাংলাদেশের মাঝে বন্ধুত্বপুর্ন সম্পর্কের কারনে বিজিবি আমাদের নয় নাগরিককে আটকের পরে তাদের আজ আমাদের নিকট হস্তান্তর করেছে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টায় হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তের টেম্পুস্টান্ড থেকে নারী শিশুসহ নয় ভারতীয় নাগরিককে আটক করেন বিজিবি সদস্যরা।
নজরুল ইসলাম খোকন, হিলি, দিনাজপুর
মোবা:০১১৯১৭৭২২৭৭