দিনাজপুর প্রতিনিধিঃ হিলির খট্টামাধবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুব দলের সাধারন সম্পাদক শাহ আলম কে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে ইউপি চেয়ারম্যানকে হাকিমপুর পুলিশ আটক করে।
হাকিমপুর থানার ওসি আহসান হাবিব জানান ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার ওয়ারেন্ড থাকায় পুলিশ তাকে আটক করেছে।
আটকের পর স্থানীয় জনতা থানার সামনে বিক্ষোভ মিছিল করে। পুলিশ ইউপি চেয়ারম্যানকে নিরাপত্তার স্বার্থে দিনাজপুর জেলা কারাগারে প্রেরন করেছে বলে তিনি জানান।