দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হিলিতে অবরোধের সময় দুটি ট্রাক ভাংচুরের অভিযোগে হিলি পৌর মেয়র ও হিলি উপজেলা বিএনপির সাধারন সম্পাদকসহ ৩৭ জন কে আসামী করে থানার মামলা দায়ের করেছে ট্রাক মালিক হারম্নর আর রশিদ।
আজ রোববার দুপুরে ট্রাক ভাংচুরের আভিযোগে মন্টু মিয়া (২৭) ও মানিক (৩০) নামক দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মামলা সুত্রে জানা গেছে গত শনিবার সন্ধ্যায় হিলি বিএনপি সাধারন সম্পাদক মুসফিকুর রহমান ও পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী নেতৃত্বে ৪০/৪৫ জনের অবরোধকারীরা হিলি পোর্টের সামনে থেমে থাকা দুটি ট্রাক ভাংচুর করে ।রাত সাড়ে ১২ টার দিকে ট্রাক মালিক দাবী হয়ে ট্রাক ভাংচুর ও ৪০ লক্ষ টাকার ক্ষতিপুরন মামলা দায়ের করেন ।
হিলি থানার ওসি আহসান হাবীব মামলা দায়ের ও দুই অবরোধকারীকে আটকের সংবাদ নিশ্চিত করেছেন।