প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজার
রহমান ফিজার বুধবার দুপুরে হিলি ডাকবাংলোর
সম্প্রসারণ ভবনের উদ্ধোধন করেন। উদ্ধোধন শেষে
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল
ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক,
দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম
চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা
পরিষদের নির্বাহী প্রকৌশলী সতোন্দ্র কুমার সরকারসহ
অনেকে। মন্ত্রী মোস্তাফিজার রহমান বলেন, বর্তমান
সরকার হিলি স্থল বন্দরে চার লেনের রাস্তাসহ একটি
আধুনিক স্থল বন্দর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।