মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে পৌর মেয়র চলন্তকে হত্যার পরিকল্পনাকারীদের শাস্তির দাবীতে মানব বন্ধন।

রমেন বসাক, ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের হিলি হাকিমপুর পৌরসভার মেয়র মো: জামিল হোসেন চলন্তকে হত্যার পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন মানব বন্ধন করে পৌর সভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সহ স্থানিয় পৌরবাসী।

মঙ্গলবার সকাল ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, কাউন্সিলর আব্দুর রহিম মন্ডল, মহিলা কাউন্সিলর মোছা: ফেরদৌসি বেগম ও মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী প্রমুখ।

উল্লেখ, গত ১ জুলাই হিলিতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেল ও ককটেল তৈরীর উপকরণ, বিস্ফোরকদ্রব্য, ভারতীয় রুপী, চাইনিজ কুড়াল সহ তিনজনকে আটক করে বিজিবি ও র‌্যাব। এসময় সেখান থেকে হাকিমপুর ও পাঁচবিবি পৌর মেয়রকে হত্যার পরিকল্পনা হিসেবে একটি নকশা উদ্ধার করে।