রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে ফেনসিডিল ও শাড়ীসহ আটক ২

সাজ্জাদ মল্লিক : দিনাপুরের হিলি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনার সাথে জড়িত এক মহিলাসহ ২ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন-দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের হাসান আলীর ছেলে কাইয়ুম (১২) ও নওগাঁ জেলা সদরের ভবানিপুর গ্রামের মেহেদি হাসানের স্ত্রী রেশমা আকতার (২২)।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হিলি রেলওয়ে স্টেশনের পাশে কামাল গেট এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে ভারত থেকে বাংলাদেশে দেশে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের নায়েক হান্নান তাদের আটক করেন। এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ছেলেটির কাছ থেকে বডি ফিটিং অবস্থায় ১১ পিস ফেনসিডিল ও মহিলাটির কাছ থেকে ১৭ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে নায়েক হান্নানের নেতৃত্বে অপর একটি টহল দল ধাওয়া করে হিলির রাজধানী মোড় জামে মসজিদের সামনে থেকে ভারতীয় উন্নতমানের ৩৮ পিস শাড়ি উদ্ধার করে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

উদ্ধার হওয়া ফেনসিডিলসহ আসামী আটক ২জনকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। আর শাড়িগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেয়া হয়েছে।

Spread the love