বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে ফেন্সিডিলসহ যুবক আটক

Arestদিনাজপুর প্রতিনিধি : হিলি সীমান্তে ৫০ বাতল ফেন্সিডিলসহ নজরুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার সকাল ৯টার দিকে সীমান্তের চুড়িপট্টি মোড় থেকে হিলি বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক নজরুল ইসলাম হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে।

বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, ফেন্সিডিল নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল চুড়িপট্টি মোড়ে ওৎপেতে থাকে। এ সময় সীমান্ত থেকে আসা ওই যুবক বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড় দেয়। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগ  থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

আটক নজরুলকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Spread the love