রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় ৪০যাত্রীকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ অভিযোগে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে ৪০ জন যাত্রীকে আটক করেছে। এদের মধ্যে ৩০জনের বিরম্নদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেল আইনে ১০০টাকা জরিমানা এবং ভাড়া বাবদ আরও ১৩৫টাকাসহ মোট ২৩৫টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজহারম্নল ইসলাম ভ্রাম্যামান আদালতে এই রায় প্রদান করেন।

 

রোববার দুপুর ১২টায় বাংলাহিলি রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে পুলিশ ও বিজিবি তাতে যৌথভাবে অভিযান চালিয়ে বিনা তাদেরকে আটক করে।

 

বাংলাহিলি রেলওয়ে স্টেশন মাস্টার এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love