দিনাজপুর প্রতিনিধি । দিনাজপুর হিলি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় যৌন উত্তেজনাকারী ট্যাবলেট ও বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি ।
শনিবার হিলি সীমান্তের ঘুঘুডাঙ্গা চেকপোষ্ট ক্যাম্পের বিজিব সদস্যরা অভিযান চালিয়ে এই সব উদ্ধার করেছে ।
উদ্ধার করা ভারতীয় তৈরী যৌন উত্তেজনা কারী ট্যাবলেট ও ভারতীয় মদের দাম ১ কোটি ৯ লক্ষ ২৯ হাজার টাকা জানিয়েছেন বিজিবি ।
হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েক হান্নানের নেতৃত্বে ক্যাস্পের একাট বিশেষ দল সীমান্তে ঘুঘুডাঙ্গা অভিযান চালিয়ে পরিত্যাক্ত স্থানে পলিথিনের বস্তার মধ্যে ভারতীয় তৈরী যৌন উত্তেজনা কারী ডায়াগ্রা ১২ হাজার টাগের্ট ১৪ হাজার ৪শত পিচ এবং গরু মোটাতাজাকরন ট্যাবলেট ডেকিা্রন ১ লাখ ৫০ হাজার পিছ ও ভারতীয় তৈরী ৬ বোতল উদ্ধার করা হয় ।