শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে বীরগঞ্জের ১জনসহ ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

সাজ্জাদ মল্লিক : অবৈধ যাতায়াতের অভিযোগে বীরগঞ্জের ১জনসহ ৬ বাংলাদেশীকে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তে রক্ষী বিএসএফ।

 

ফেরত বাংলাদেশীরা হলেন দিনাজপুরের জেলার বীরগঞ্জ উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত কামেনি মহন্তের পুত্র ললিত মহন্ত (২৩), নওগাঁর বদলগাছী উপজেলার নারুলী গ্রামের নিখিল বর্মনের পুত্র পরিতোষ বর্মন (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকয়া গ্রামের রণজিত কুমার সরকারের পুত্র নিতাই কুমার সরকার (২৮), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত কালা মিয়ার পুত্র আলমগীর হোসেন (২৮), নওগাঁর বদলগাছী উপজেলার ঢেকরা গ্রামের মাইকেল হরেন বর্মনের পুত্র মাইকেল রতন বর্মন (২৭) এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আনন্দ প্রামাণিকের পুত্র বিশ্বজিৎ প্রামাণিক (২৪)।

 

বুধবার রাত পোনে ৯টায় হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় ৬ বাংলাদেশীকে ফেরত দেয় বিএসএফ।

 

সীমামেত্মর শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর উমেদ শিং এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ।

 

ফেরত আসা ললিত মহমত্ম জানান, তারা বুধবার সকালে পাঁচবিবি সীমান্তে দিয়ে ভারতে বালুরঘাট যাবার পথে পথে হিলি বাসস্ট্যান্ড থেকে বিএসএফ তাদের আটক করে ।

 

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love