দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় ১৮০টি হরলিক্স ১৪শ প্যাকেট মিল্ক চকলেট আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), হিলি আইসিপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব পণ্য গুলো আটক করে। এ ব্যপারে কাউকে আটক করতে পারেনি।বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সুবেদার আতাহার আলী জানান, ১৪ মার্চ শুক্রবার বেলা ১২ টার দিকে এক দল চোরাকারবারি সীমান্ত অতিক্্রম করে ভারতীয় পণ্য গুলো নিয়ে বাংলাহিলি বাজারে প্রবেশ করতে গেলে ধরন্দা এলাকা থেকে ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক রিয়াজুল হোসেন উক্ত পণ্য গুলো আটক করে। সেগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়।