রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে ভারতীয় পন্য ও মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : হিলি সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। শনিবার সকালে ভিমপুরের ইটভাটা ও বৈগ্রাম মাঠ এলাকা থেকে হিলি বর্ডার আউটপোস্ট (বিওপি) ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব মালামাল উদ্ধার করে।

বিজিবি হিলি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবির টহল দল ভিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৮৩ কেজি ভারতীয় জিরা’র প্যাকেট, ৩৩ পিস শাড়ী, ৯ কেজি সাদা এলাচ, কসমো সিল্ক, বস্নাউজ পিস, স্টিল, আঙ্গুর, পন্ডস পাউডার, কিসমিস, বিস্কুট ও চারশ’ পিস ডেকসিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে বাসুদেবপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জববার জানান, হিলি সীমামেত্মর বৈগ্রাম মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল ও ২২ পিস কোদাল উদ্ধার করে বিজিবির টহল দল। উদ্ধারকৃত এসব মালামাল হিলি শুল্কগুদামে জমা দেয়া হয়েছে।

Spread the love