বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে মদপানরত অবস্থায় ইউপি চেয়ারম্যানসহ ৫জন আটক

দিনাজপুর প্রতিনিধি : হিলিতে মদপানরত অবস্থায় ইউপি চেয়ারম্যানসহ ৫জন আটক। শুক্রবার ভোরের দিকে হাকিমপুর উপজেলার হিলির নওপাড়া গ্রামের শফিকুল ইসলামের বাড়ীতে মদপানরত অবস্থায় তাদেও আটক করে ডিবি পুলিশ। পরে তাদেরকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পশ্চিম খোদাইপুর গ্রামের অধিবাসী ও গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান রওশন আলী, একই এলাকার ইউনুস আলীর পুত্র মশিয়র রহমান, খটখটিয়া কৃষ্ণপুর গ্রামের ছাবেদ আলীর পুত্র শাহাদৎ হোসেন, হাকিমপুরের নওপাড়া গ্রামের নজরম্নলের পুত্র শফিকুল ইসলাম এবং বিরামপুরের খোসালপুর গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র মোসত্মাফিজুর রহমান। এ সময় তাদেও কাছ থেকে  বোতল মদ ও দুই পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় তাদেও বিরম্নদ্ধে মামলা হয়েছে বলে তিনি জানান।

Spread the love