দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)অভিযান চালিয়ে বৈগ্রাম মাঠ থেকে ৩৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
বুধবার ভোর ৫টায় বাসুদেবপুর বিওপি ক্যাম্পের সদস্যরা ফেন্সিডিলগুলো উদ্ধার করেন।
বিজিবি বাসুদেবপুর বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, ভোরে বিজিবির একটি টহল দল বৈগ্রাম মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চটের বত্মা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।