বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলিতে সড়ক দুর্ঘটনায় কাষ্টমস পরিদর্শক নিহত

Accedentহিলিস্থল বন্দর কাষ্টমস গুদাম ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হিলি কাষ্টমস সুপার মনিরুজ্জামান জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টায় হিলি কাষ্টমস গুদাম ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম (৫৯) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সূত্রটি জানায়, গত ১৩ জুলাই কাষ্টমস পরিদর্শক আমিনুল ইসলাম সরকারী কাজ শেষে দিনাজপুর থেকে মোটরসাইকেল যোগে হিলি ফিরছিলেন। পথের মধ্যে ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় নামকস্থানে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই দিন স্থানান্তিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারের আজিমউদ্দীনের পুত্র।