দিনাজপুর প্রতিনিধিঃ
জেলার হাকিমপুর উপজেলার বাংলা হিলি বাজার এলাকার বিভিন্ন পোশাকের দোকানে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানটি পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম।
অভিযানে ১ কোটি ৬০ লক্ষ টাকার ভারতীয় পোষাক আটক করা হয়।
দিনাজপুর হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারম্নল ইসলাম জানান, শুক্রবার সাড়ে ১১টা থেকে গভীর রাত পর্যন্ত বাংলা হিলি বাজারের সকল পোশাক বিক্রেতাদের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকার ভারতীয় পোষাক পাওয়া যায়। এসকল পোশাক জব্দ করে সরকারি কোষাগারে প্রেরন করা হয়েছে। অভিযানটিতে বিজিবি-পুলিশ সম্বনয়ে গঠিত টাস্কফোর্সের সদস্য উপস্থিত ছিলেন।