দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্তে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৩ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিকট হমত্মামত্মর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত আসা বাংলাদেশিরা চাপাইনবাবগঞ্জ জেলা সদরের নিশাইনদিঘা গ্রামের রাজু মিয়ার পুত্র মোঃ রাজীব (১৯), একই এলাকার রাজু করিমের ছেলে ফারুক আহম্মেদ (২৩) ও বাদল আলীর পুত্র মোঃ নাসির আলী (২২)।
সোমবার রাত ১১টায় হিলি সীমান্তের শুন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের ফেরত দেয় বিএসএফ।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সাব ইন্সপেক্টর দেবেন্দ্র সিং এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ।
ফেরত আসা বাংলাদেশিরা জানান, সোমবার হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। বালুরঘাটে বাস থেকে সকাল ৯টায় বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।