দিনাজপুরের হিলিসহ আশপাশের গ্রাম গুলিতে
সম্প্রতি কালে চুড়ি ডাকাতি বৃদ্ধি পাওয়াই, পুলিশের
নিরব ভুমিকার প্রতিবাদে হিলির বৈ গ্রামের প্রায় ৫
শতাধিক লোকজন লাঠি সোটা নিয়ে হিলি স্থল
বন্দরের চার মাথা মোড় প্রায় ১ ঘন্টা অবরোধ করে
রাখে এর ফলে যান চলাচল বন্ধ ছিল।
পরে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের
মধ্যস্থতায় অবরোধকারী অবরোধ তুলে নিলে, যান
চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারীরা জানায়, রাতে হিলির বেগ্রামে
ছিনতাই করার সময় গ্রামের লোক জন ২ জন
ছিনতাই কারীকে আটক করে মারধর করে পুলিশকে
খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২
ছিনতাই কারীকে থানায় নিয়ে যেতে অপরাগতা
জানায়, গ্রামের লোকজন পুলিশের প্রতি খিপ্ত হয়ে
উঠলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে, প্রায়
এলাকায় চুড়ি ডাকাতি হলে পুলিশকে খবর দিয়েও
পাওয়া যায় না, এরই প্রতিবাদে লোকজন হিলি স্থল
বন্দরে প্রধান সড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে।