
রমেন বসাক, ষ্টাফ রিপোর্টার ॥ ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলিস্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার থেকে টানা ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দু-দেশের মধ্য যাত্রী পারাপার চালু থাকবে।
আজ ৫ জুলাই মঙ্গলবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১০ জুলাই রোববার থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম চালু হবে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বীরগঞ্জ প্রতিদিনকে জানান, এসোসিয়েশনের এক বৈঠকে ঈদুল ফিতুর উদযাপন উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে ৫ জুলাই মঙ্গলবার থেকে ৯ জুলাই শনিবার পর্যন্ত টানা ৫ দিন ভারত-বাংলাদেশের মাঝে পন্য আমদানি রফতানি বানিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছেন। সে মোতাবেক এক পত্রের মাধ্যমে বিষয়টি বন্দর সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি মোঃ রফিকুজ্জামান বীরগঞ্জ প্রতিদিনকে জানান, ঈদুল ফিতুর উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দু-দেশের মধ্যে যাত্রী পারাপার চালু থাকবে।