বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি শুল্ক গুদামে সুরঙ্গ করে চুরির চেষ্টা ব্যর্থ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরের হিলি শুল্ক গুদামে শুরঙ্গ করে রোরবার দুধর্ষ এক চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। গুদামটিতে কয়েক কোটি টাকার বিভিন্ন প্রকার পণ্য জমা ছিল।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, হিলি পানামা পোর্ট লিংক লিঃ- অভ্যন্তরে অবস্থিত গুদামটির ভিতরে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শব্দ হতে থাকে। গুদামটির গেটে প্রহরারত নৈশ্য প্রহরী এই শব্দ শুনতে পেয়ে সন্দেহ হলে থানা পুলিশের খবর দেয়া হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সুরঙ্গ পথ আবিষ্কার করেন। পুলিশ আশার আগেই জানতে পেরে চোরের দলটি শটকে পরে। সুরঙ্গ পথটি পোর্টের পূর্বপার্শ্বের সীমানা প্রাচীরের নিচ দিয়ে গুদামটির মেঝে পর্যন্ত নিয়ে যাবার পর মেঝের ঢালাই ফুটা করার সময় এই শব্দের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সুরঙ্গ খোরার জন্য ব্যবহৃত কয়েকটি লোহার সরঞ্জামাদি উদ্ধার করেছে।
এব্যাপারে হিলি স্থল বন্দরের সহকারী কমিশনার (এসি) মাহাবুবর রহমান ভূঞা জানান, শুল্ক গুদামটি পানামা পোর্ট কর্তৃপক্ষের নিকট থেকে ভাড়া নেয়া হয়েছে। এর নিরাপত্তা রক্ষা করেন পানামা কর্তৃপক্ষ। গুদামটিতে কয়েক কোটি টাকার বিভিন্ন প্রকার পণ্য জমা ছিল। যাহা চোরাচালানের সময় বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আটককারী সংস্থা কর্তৃক নিলামে বিক্রয় করার জন্য হিলি কাষ্টমস্-এ জমা দেয়ার পর কাষ্টমস্ কর্তৃপক্ষ সেগুলি গুদামটিতে জমা রাখেন।

Spread the love