
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্তে নীধন চন্দ্র সরকার (৩৬) নামের এক বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ।
আটক নীধন চন্দ্র সরকার নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মৃত সম্ভুনাথ সরকারের ছেলে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাকে বিজিবির নিকট হস্তান্তর করেন। পতাকা বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম বিশাল ও বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল হামিদ।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।