দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার হিলি সীমান্তে এলাকা থেকে সোহান আলী নামে এক বাংলাদেশীকে অপহরন করে নিয়ে গেছে ভারতীয় নাগরিকরা। অপহৃত বাংলাদেশী হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের আব্দুল বাছের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সন্ধ্যা ৬টার সময় হিলি সীমান্তের ২৮৪ নাম্বার মেইন পিলারের ৩৪ নাম্বার সাব পিলারের সামনে বাংদেশের অংশে থাকা একটি খেলার মাঠ থেকে ব্রিটন নামের এক ভারতীয় নাগরিক তার দলবল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সোহানকে অপহরন করে নিয়ে যায়।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি বিওপি ক্যাম্পের কমান্ডর ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোহানের বড় ভাইয়ের কাছে ব্রিটন টাকা পায় তাই তাকে ধরে ভারতে নিয়ে গেছে।
অন্যদিকে সোহানের পরিবারের সদস্যরা অভিযোগ করেছে সোহানকে ভারতীয়রা একটি ঘরে আটকে রেখেছে।