বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হিলি সীমান্তে গান পাউডার-গুলি-সীমকার্ড ও জাল টাকা উদ্ধার

হিলি সীমান্তের জাংগই বাজার থেকে পরিত্যাক্ত অবস্থায় গানপাউডার, পিস্তলের গুলি, জাল টাকাসহ ভারতীয় মোবাইলের সীমকার্ড উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় বাসুদেপপুর বিজিবি সদস্যরা এসব উদ্ধার করে। বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি’র একটি দল হিলি’র জাংগই বাজারে অভিযান চালায়।
এসময় বাজারের পার্শবর্তী ধান ক্ষেতে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ৬ রাউন্ড পিস্তলের তাজা গুলি, গান পাউডারসহ বোমা বানানোর রাসাইনিক পদার্থ ৩ বোতল, ভারতীয় মোবাইলের সীমকার্ড ২টি এবং ২ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়। তবে এব্যপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অপরদিকে সীমান্তের বোয়ালদার এলাকায় অপর একটি অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের হরলিক্সসহ বিভিন্ন খাদ্যপন্য উদ্ধার করে বিজিবি।