
রোমেন বসাক,হাকিমপুর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে ১৫০ গজের মধ্যে সকল প্রকার গরু-ছাগলসহ জনসাধারণের প্রবেশ মাইকিং করে নিষিদ্ধ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই নিষিদ্ধ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম জানান, এটি ১৪৪ ধারা নয়, এলাকার জনসাধারণকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি।
এদিকে হিলি সীমান্তের দক্ষিণপাড়া এলাকার আবেদ আলীর ছেলে বদিউর নামক এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেলেও আজ বুধবার ভোরে তাকে নির্যাতনের পর ছেড়ে দেয়া হয়। বর্তমানে সে হাকিমপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে ভারতীয় চোরাকারবারি নিহত বিটনের (৩৩) লাশ ময়নাতদন্ত শেষে বিএসএফের কাছে হস্তানন্তর প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ট্রেনে ভারতীয় মালামাল উঠাতে বাধা দেয়ায় বিজিবির ওপর হামলা চালিয়েছে একদল ভারতীয় চোরাকারবারি। এ সময় বিজিবি আত্মরক্ষার্থে গুলি করলে ভারতীয় চোরাকারবারি বিটন নিহত হন। আহত হয়েছে বিজিবি এক সদস্য। নিহত বিটন ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার দক্ষিণ পাড়ার বৈদ্য রায়ের ছেলে।
হিলি বিওপি ক্যাম্পের কমান্ডার রেজাউল করিম জানান, গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে হিলি রেলষ্টেশন থেকে জয়পুরহাটগামী একটি মালবাহী ট্রেন হিলি সীমান্তের ফুটবল খেলার মাঠের কাছাকাছি এলে বাংলাদেশ অংশে ঢুকে ভারতীয় চোরাকারবারিরা ওই ট্রেনে ভারতীয় মালামাল উঠাতে থাকে। এ সময় বাধা দেয়ায় ভারতীয় চোরাকারবারি বিটন বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এতে হিলি বিওপির বিজিবি সদস্য রাসেল (২১) আহত হয়। এ সময় আত্মরক্ষার্থে টহলরত বিজিবি সদস্যরা গুলি করলে বিটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় বিএসএফ ১৫-২০ রাউন্ড গুলি করলে বিজিবিও পাল্টা জবাবে ১৫-২০ রাউন্ড গুলি করে। বর্তমানে সীমান্তে উভয় পক্ষই অস্ত্র নিয়ে অবস্থান নেয়ায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।