মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি সীমান্তে বিজিবি- বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)। অপরদিকে বিএসএফ’কেও মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শূণ্য রেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার রহিদ শর্মা ও জামিল বাশা বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সিরাজুল ইসলামের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে ভারতের ৭০ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

 

অপরদিকে, বিজিবি ও বিএসএফ কর্মকর্তার হাতে মিষ্টির প্যকেট তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানান। বিএসএফের পক্ষ থেকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ স্থানীয় ক্যাম্পগুলোর জন্য ৬প্যাকেট মিষ্টি উপহার দেয়। বিজিবির পক্ষ থেকে বিএসএফের পতিরাম ১৯৯ ব্যাটালিয়ন অধিনায়কসহ স্থানীয় ক্যাম্পগুলোর জন্য সর্বমোট ৬ প্যাকেট মিষ্টি উপহার দিয়েছেন। এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।