
দিনাজপুর প্রতিনিধিঃ অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বীরগঞ্জের ১ জন সহ আটক সাত বাংলাদেশীকে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ)।
রোববার বিকাল ৪টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির নিকট হস্তান্তর করে।
অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সাব ইন্সপেক্টর দেবেন্দর সীং এবং বাংলাদেশের বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ।
ফেরত বাংলাদেশি নাগরিকেরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার ভাটাইল পূর্বপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাবু (১৭), দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বৈরবাড়ি গ্রামের পঞ্চাননের ছেলে জয় শংকর (৩৬), নরসিংদির বেলাবো থানার পাহারউজিলাপ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আশরাফ (১৯), একই এলাকার আবুল বাশারের ছেলে হাবিবুলস্নাহ (২৪), জয়নাল আবেদিনের ছেলে কাওসার আহম্মেদ (২৭), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামের অলংগ বর্মনের ছেলে আনন্দ বর্মন (১৯) এবং নীলফামারি জেলা সদরের লক্ষিচাদপুরের পূর্বডাঙ্গাপাড়া গ্রামের মৃত সুরেশের ছেলে হরী (১৮)।
ফেরত আসা জয় শংকর জানান, শনিবার সকালে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে হিলি বিএসএফ ক্যাম্পের সামনের সড়ক থেকে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানান ফেরত সকলকেই হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
হাকিমপুর থানার ওসি মোঃ মোকলেছুর রহমান ফেরত বাংলাদেশী তাদের নিকট হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।