রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৩

সাজ্জাদ মল্লিক, হিলিঃ দিনাজপুরের হিলি সীমান্তে অবৈধভাবে যাতায়াতের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

আটক বাংলাদেশিরা হলেন নিলফামারীর জলঢাকা উপজেলার ফুজিগ্রামের আব্দুল হালিমের ছেলে মোঃ রতন (২৬) এবং একই জেলার সৈয়দপুর বাবুপাড়া গ্রামের মোঃ মোস্তফা হোসেনের ছেলে মোঃ তসলিম আলী (৩৩)। ভারতীয় নাগরিক দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার অমর সরকারের স্ত্রী দীপ্তিরাণী সরকার (৪৫)।

 

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের কামালগেট এলাকায় তাদের আটক করা হয়।

 

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love