শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে হিলি সীমান্তে অঞ্জন রায় (৫৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হিলি সীমান্তের চুড়িপট্টি মোড় থেকে হিলি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক অঞ্জন রায় ভারতের কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার দিপড়পাড়া গ্রামের দিপেন্দ্র রায়ের ছেলে।

হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আমির আলী ভারতীয় নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে ফেরত দেয়ার জন্য বিজিবির পক্ষ থেকে তাদের পত্র দেয়া হয়েছে।

Spread the love