দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও জিরা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে হিলি সীমান্তের মুন্সিপাড়া এলাকা থেকে হিলি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব মালামাল উদ্ধার করে।
বিজিবি হিলি বিওপি ক্যাম্প’র কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবি’র টহলদল মুন্সিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৮ পিস ভারতীয় জর্জেট শাড়ি ও ৩০ কেজি জিরা’র প্যাকেট উদ্ধার করে।