
হিলি প্রতিনিধি : হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর ও চুড়িপট্টি মোড়ে সোমবার ভোরে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের ৯৭৪ পিস শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের চুড়িপট্টি মোড়ে চোরাচালানীদের ধাওয়া করে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি ঢোপের মধ্য থেকে ৪৫৪ পিস শাড়ি উদ্ধার করে।
অপরদিকে হিলি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা মধ্যবাসুদেবপুরের মতিনের চাতাল থেকে ভোরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৫২০ শাড়ি উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
উদ্ধার হওয়া এ সব ভারতীয় শাড়ির বিজিবি কর্তৃক সিজার মূল্য ৩৮লাখ ২৪ হাজার টাকা। শাড়িগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।