
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকাসহ জয়পুরহাট-৩ বিজিবি অধীনস্থ বিভিন্ন ক্যাম্প অভিযান ও ট্রেনে তলস্নাশি চালিয়ে মাদকদ্রব্যসহ ১২ লাখ ৫৩ হাজার ৫শ ৯০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মালামালগুলো উদ্ধার করা হয়।
রোববার সকাল ১১টায় জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়কের পক্ষ্যে সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ২৯২ বোতলফেনসিডিল, ১০ বোতল মদ, ১১টি গরু, ২৮ কেজি জিরা, ৭৪টি শাড়ি, ১৭৬টি শার্ট পিস, ৪৩টি চাদর, ১৩টি ওড়না, ১শত টি স্টিলের বল, ৯ জোড়া জুতা। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৫৩ হাজার ৫শ ৯০ টাকা।