শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি সীমান্তে রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার

মো. মাহাবুর রহমান,ষ্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তের অভিযান চালিয়ে পিতলের তৈরী ভারতীয় ১২টি রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকাল ৯টায় ধরন্দা এলাকায় বাসুদেবপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা অভিযান উক্ত মূর্তি উদ্ধার করে।

জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আব্দুল খবীর সরকার জানান, ভারত থেকে মূর্তি পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে ধরন্দা এলাকায় যায় বিজিবি সদস্যরা। এ সময় চোরাচালানিরা গরুর রাখাল সেজে ঘাষের বস্তায় এসব মূর্তি পাচার করে দেশে আনলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা। পরে সেখান থেকে ভারতীয় পিতলের ১২টি মূর্তি উদ্ধার করে। উদ্ধার হওয়া মূর্তির আনুমানিক মুল্য ১ লাখ ৪৮ হাজার টাকা বলে তিনি জানান।