
হিলি প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বিজিবি’র অভিযানে বোমা তৈরীর উপকরণ ১৪২ কেজি সালফার এসিড উদ্ধার করেছে। দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে প্রকাশ, আজ রবিবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্ত ঘেষা হিলি রেলওয়ে ষ্টেশনের পাশে বালুর মাঠ থেকে বিজিবি’র টহলদল পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তায় বোমা তৈরীর উপকরণ ১৪২ কেজি সালফার এসিড উদ্ধার করেছে। সীমান্তের নোম্যান্স ল্যাল্ডের ১শ গজ অদুরে বাংলাদেশ ভুখন্ডে পরিত্যক্ত অবস্থায় হিলি সিপি বিজিবি’র টহলদল ২টি বস্তায় রাখা সালফার এসিড উদ্ধার করেন। দুস্কৃতিকারীরা সালফার এসিডগুলো ঘটনাস্থলে রেখেছিল সুবিধামত সময়ে পরিবহন যোগে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। বিষয়টি টের পেয়ে বিজিবি’র টহলদল উদ্ধার করতে সক্ষম হয়। এব্যাপারে হাকিমপুর থানায় বিজিবি বিস্ফোরকদ্রব্য আইনে অভিযোগ করেছেন।