
হাকিমপুর(দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে শনিবার ১৯ গ্রাম হেরোইন সহ রুবেল হোসেন (২০) নামক এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। র্যাব জয়পুরহাট -৫ ক্যাম্পের ডিএডি নায়েক সুবেদার আলতাব হোসেনের নেতৃত্বে এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রুবেল হেরোইন গুলি ভারত থেকে পাচারের পর দেশের অন্যত্র নিয়ে যাবার প্রাক্কালে হিলি আইসিপি রোডে অবস্থিত মুন্সী বোডিং নামক একটি আবাসিক হোটেলের সামনে অবস্থানকালে এক অভিযান চালিয়ে তাকে আটক করেন। রুবেল জেলার বিরামপুর থানা সদরের ইসলামপাড়া নামক মহল্লার একরামুল ইসলামের ছেলে। এব্যাপারে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।