
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি সদস্যরা শনিবার রাতে এক অভিযান চালিয়ে ২২ লক্ষ টাকার ভারতীয় নিষিদ্ধ ‘সেনেগ্রা’ নামক যৌন উত্তেজক ট্যাবলেট মালিক বিহীন অবস্থায় জব্দ করেন।
জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন আওতাধিন হিলি আইসিপি বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আতাহার আলী জানান, দু’ চোরাকারবরী একটি মোটর সাইকেল যোগে ১৪ হাজার ৪০০ পিচ ট্যাবলেট পাচারের পর চন্ডিপুর সড়ক পথে দেশের অন্যত্র নিয়ে যাবার প্রক্কালে চন্ডিপুর মহল্লায় অভিযান চালালে চোরাকারবারীরা বেগতিক বুঝে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। এরপর বস্ত্তাটির মধ্য থেকে ট্যাবলেটগুলি উদ্ধার করা হয়।