বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ২৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

রোমেন বসাক, ষ্টাফ রিপোর্টার, হাকিমপুর : দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাত সাড়ে ৪টায় সীমান্তের বড়চড়া মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিলগুলি উদ্ধার করে বিজিবি।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্পের সিপাহী শহীদুল ইসলাম জানান, বিজিবির একটি বিশেষ টহল দল বড়চড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক চোরাকারবারিদল বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় চটের বস্তা থেকে ২৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেন্সিডিলগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে বলে তিনি জানান।