সাজ্জাদ মল্লিক : দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় মোহাম্মদ হাসান (২০) এবং সজিবুল ইসলাম (২৮) নামে দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক মোহাম্মদ হাসান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার তাতিপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র এবং সজিবুল ইসলাম পাবনা জেলা সদর উপজেলার ঈশ্বরদী গ্রামের আব্দুল আজিজের পুত্র ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ৪৯ সাব পিলারের নিকট কামাল গেট এলাকা থেকে হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।