বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ৩ বাংলাদেশি আটক বিজিবি

সাজ্জাদ হোসেন : দিনাজপুরের হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আটককৃতরা হাকিমপুর উপজেলার হাতিশো গ্রামের মাইনু কুমারের পুত্র সুশামত্ম কুমার (২৮), খাট্টাউছনা গ্রামের মতিয়ার রহমানের পুত্র রুহুল আমীন (২০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিঘরকান্দি গ্রামের শামছুল শেখের পুত্র রাজু শেখ (২৮)।

 

শনিবার সকাল সাড়ে ৯টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের কাছ থেকে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

 

হিলি সিপি ক্যাম্প বিজিবি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love