
রোমেন বসাক, হাকিমপুর প্রতিনিধি : ভারতে অবৈধ অনুপ্রবেশের পর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে হিলি সীমান্তে ছয় কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ।
ফেরত কিশোর বরিশাল জেলার উজিরপুর উপজেলার জামির বাড়ী গ্রামের সুভাস পারের ছেলে সুজন পার ওরফে সুমন পার, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কচুয়াবিহারীপাড়া গ্রামের পুনমির হোসেনের ছেলে কামরুল হোসেন, একই জেলা সদরের হোসাইগাঁ গ্রামের আব্দুল কাদেরের ছেলে সোহেল রানা, একই জেলার হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নওশাদ আলীর ছেলে সাদিকুল ইসলাম, টানটিহাট গ্রামের মহিরুল ইসলামের ছেলে বশির উদ্দীন ও বারামপুর গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে শামীম হোসেন।
রোববার দুপুর ১২টায় হিলি চেকপোষ্টে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।
এ সময় ভারতের হিলি ইমিগ্রেশন ওসি একে সরকার, উত্তর দিনাজপুর শিশু অবজারভেশন হোমের সুপার মধুসুদন সরকার, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি রফিকুজ্জামান, বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জববার, বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বাল কিষান উপস্থিত ছিলেন।
হিলি চেকপোস্ট ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, বিভিন্ন সময়ে ঠাকুরগাঁওয়ের কাদিরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিএসএফ তাদের আটক করে। পরে তাদের দিনাজপুরের রায়গঞ্জ শিশু অবজারভেশন হোমে (জেসিএল) পাঠায়। সেখানে তারা দীর্ঘদিন আটক ছিল।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জববার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। আটকদের ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শিশু পর্যবেক্ষণ কেন্দ্রে তিন থেকে আট বছর আটক থাকার পর রোববার ভারত হিলি ইমিগ্রেশন ওসি এ কে সরকার তাদের আমাদের কাছে হস্তান্তর করেন।