বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ৬ জন আটক করেছে বিজিবি

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আটকরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলারদরগা গ্রামের কাইছারের পুত্র মোঃ সোহেল (১৯), হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মোজাফফর হোসেনের পুত্র মোঃ সুমন (২০), একই এলাকার হাসানের পুত্র মোঃ রানা (২৬), বগুড়া সদরের ধতিয়াপাড়া গ্রামের আবু সাঈদের পুত্র মোঃ পারভেজ (২২), জয়পুরহাটের ক্ষেতলালের জসিম উদ্দিনের পুত্র মোঃ মামুন (২২) এবং নীলফামারীর সৈয়দপুর সদরের হারুন উর রশীদের পুত্র সুজন (২৫)।

 

মঙ্গলবার ভোর থেকে থেকে দুপুর ৩টা পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জববার জানান, সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত হিলি সীমান্তের রেলওয়ে স্টেশন ও কামালগেট নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৫ যুবককে আটক করা হয়। এবং সুজন নামে এক যুবককে হিলি বিওপি ক্যাম্প ১ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

 

হাকিমপুর থানার ওসি মোঃ মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি বাদী হয়ে মামলা দায়ের এবং আটকদের হাকিমপুর থানায় হস্তান্তর করেছে।