শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি সীমান্ত দিয়ে দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি : পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাকিমপুর উপজেলার সীমান্তের শূন্য রেখায় বিজিবি- বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে হিলি সীমান্ত চেকপোস্ট এলাকা দিয়ে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ফেরত দেয়া বাংলাদেশিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি গ্রামের সুরেণ বর্মণের ছেলে সুদেব বর্মণ (২০) ও একই এলাকার মৃত কালা বর্মণের ছেলে স্বপন বর্মণ (২১)।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দেবেন সিং এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ। বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
আটককৃতরা জানায়, দালালের মাধ্যমে গত সোমবার সীমান্ত দিয়ে ভারতে যায় এবং হিলি থেকে বালুরঘাট যাওয়ার পথে বিএসএফ তাদের আটক করেছে।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সন্ধায় বিএসএফ আটককৃত দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে। তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।

Spread the love