দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা হিলি পোর্টে বাংলাদেশি ট্রাকের চাপায় আতুল নামের ভারতীয় ট্রাকের হেলপার নিহতের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের ১ ও ২ নং গেইেটে ট্রাক ব্যারিকেট দিয়ে রেখেছে ভারতীয় ট্রাক চালকরা। ফলে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে ভারতীয় ট্রাক শ্রমিকেরা। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা পণ্য পরিবহন করবেন বলে জানিয়েছেন। দুই দেশের মধ্যে কার্যক্রম বন্ধ রয়েছে। নিহত অতুল কুমার (১৭) ভারতের উত্তর প্রদেশের উনাও জেলার আজমাইল থানার স্নায়গেবিন গ্রামের গভীন প্রসাদের ছেলে।
ভারতীয় ট্রাক চালককরা জানান, অতুল কুমার গতকাল হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ বোঝাই ট্রাক ভারতীয় ইজ০৪এ-৯৮৬৭ একটি ট্রাক পুরাতন ওয়েব্রীজ এলাকায় দাঁড়িয়ে ছিল। হেলপার আতুল ট্রাকটির পেছনের ডালা খুলছিল। এসময় বাংলাদেশী ট্রাক ঢাকা মেট্রো. ট-১১-৪৬২৫ পেছন দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় ট্রাক হেলপারকে চাপা দেয়। এসময় ঘটনা স্থলে নিহত হয় ভারতীয় ট্রাক হেলপা আতুল। এ ঘটনার প্রতিবাদে ট্রাক শ্রমিকেরা সকাল থেকে সীমান্তের চেকপোষ্ট গেটে অবস্থান নেন। এদিকে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে। হাকিমপুর থানা অফিসার ইন-চার্জ মোখলেছুর রহমান জানায় এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।