
পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ১১ দিন বন্ধ থাকার পর শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
শনিবার দুপুর ১টায় ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো হিলি বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক গতিতে শুরু হয়। আর পণ্য আনা নেওয়া শুরু হওয়ায় হিলি স্থলবন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষ্যে বন্দরে বাণিজ্য কার্যক্রম টানা ১১ দিন বন্ধ ছিলো। শনিবার আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
হিলি শুল্কষ্টেশনের সকল কার্যক্রম শনিবার সকাল থেকেই স্বাভাবিকভাবে শুরু হয়েছে। শুল্কষ্টেশনের সকল কর্মকর্তা কর্মচারী অফিসে তাদের কাজে যোগ দিয়েছেন। বন্দরে পণ্য ছাড়করণের লক্ষ্যে আমদানিকারকদের পক্ষে সিএন্ডএফ এজেন্টগণ কাস্টমস কার্যালয়ে পণ্যের বিল অব এন্ট্রি জমা দিচ্ছেন এবং পণ্যের পরীক্ষণ ও শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যাবস্থাপক (প্রশাসন, অপারেশন) এস এম হায়দার জানান, টানা ১১দিন বন্ধের পর শনিবার সকাল থেকেই বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকগুলো দুপুর ১২ টার দিকে বন্দরে আসতে শুরু করেছে। বন্দরের শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস এবং বাংলাদেশি ট্রাকে পণ্য ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।