শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : কাস্টমসের বাধার কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে এ কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে বেলা ১২টা থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরম্ন হয়ে ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে পাঁচটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিকভাবেই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছিল। বেলা সাড়ে ১২টায় হিলি শুল্কস্টেশন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আহসান হাবিব বন্দরের পণ্য প্রবেশ গেটে গিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন।

হিলি শুল্কস্টেশন কাস্টমসের সহকারী কমিশনার মহিবুর রহমান ভুঞা বলেন, আজ সরকারি ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে সরকারি ছুটির দিনে কার্যক্রম চালু রাখতে হলে ব্যবসায়ীদের পক্ষ থেকে কাস্টমসের বরাবরে আবেদন করতে হয়। তারপর বন্দর খোলা রাখা হয়। তিনি আরো বলেন, আমরা তারপরও বন্দর খোলা রাখতাম যদি ব্যাংক খোলা থাকতো। ব্যাংক বন্ধ থাকলে তো আমাদের বন্দর খোলা রেখে লাভ নেই। তবে জানতে পারলাম ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের নিকট এই মাত্র আবেদন করেছে এবং ব্যাংক খোলার ব্যবস্থা করেছে। হয়তো কিছুক্ষণ পরে কমিশনারেরর সঙ্গে কথা বলে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু করা হবে।

Spread the love