বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ভারত অংশের হিলিতে সীমান্তের শূন্যরেখা পর্যন্ত সড়ক মেরামতের কারণে শনিবার সকাল থেকে এ বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

ভারত অংশের হিলির সিএন্ডএফ এজেন্ট দিবাকর বিশ্বাস জানান, সড়ক সংস্কারের কারণে বন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তবে বিকেল নাগাদ কিছু সন্ধ্যার মধ্যে পণ্য নিয়ে রওনা হতে পারে। আগামী ২/৩ দিন একটু সমস্যা হতে পারে। এতে করে বাংলাদেশ অংশে আটকা পড়েছে ভারতে রপ্তানির অপেক্ষায় থাকা চিটা গুড়বাহী ট্রাক।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, এ বিষয়ে তারা আমাদের কিছু জানায়নি। তবে এটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। সন্ধ্যার মধ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

Spread the love