
দিনাজপুরের হিলি স্থলবন্দরে বিজিবি কর্তৃক আমদানী-রপ্তানীকৃত পণ্যের ম্যানিফেস্টে সীল মারা নিয়ে বিজিবি এবং ব্যবসায়ীদের মধ্যে চলা সৃষ্ট ঘটনা নিয়ে ব্যবসায়ী এবং কাষ্টমস কর্মকর্তাদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় বন্দরের কাষ্টমস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর কাষ্টমস কমিশনার মো. মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, স্থানিয় সিঅ্যান্ডএফ এজেন্টস ও আমদানীকারক ব্যবসায়ী, পানামা কর্তৃপক্ষ এবং কাষ্টমস কর্মকর্তারা।
বন্দরের কাষ্টমস সহকারী কমিশনার শাকিল খন্দকার জানান, বিজিবির অযাচিত ও স্বেচ্ছাচারী কার্যক্রম সম্পর্কে ব্যবসায়ীরা রংপুর কাষ্টমস কমিশনারকে অবহিত করেন। এবিষয়ে কমিশনার একটি মতামতসহ সুপারিশ জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাবেন।