শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর টানা ১২ দিন বন্ধের কবলে

Pic- Dinajpurনজরুল ইসলাম খোকন, ষ্টাফ রিপোর্টার, হিলি দিনাজপুরঃ

হিন্দু ধর্মাবলম্বিদের প্রধান ধর্মিয় উৎসব শারদীয় দূর্গাপুজা ও মুসলমানদের পবিত্র ঈদুল আযাহা যথাযথভাবে পালন উপলক্ষে টানা ১২ দিন হিলিস্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্টে যাত্রি পারাপার স্বাভাবিক থাকবে।

 

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর সোমবার থেকে ৫ অক্টোবর রোববার পর্যন্ত এবং পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ৬ অক্টোবর সোমবার থেকে ১০ অক্টোবর শুক্রবার পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১১ অক্টোবর শনিবার থেকে বন্দর দিয়ে পুনরায় দু-দেশের মাঝে আমদানি রপ্তানি বানিজ্য কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হওয়ার কথা রয়েছে।

 

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিন হিলি বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পন্য রপ্তানি না করার সিদ্ধান্ত নেয় ভারতীয় এক্য্রপোর্টার এন্ড সিএন্ডএফএজেন্ট এসোসিয়েশন। বিষয়টি হিলি এক্য্রপোর্টার এন্ড সি,এন্ড,এফ,এজেন্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক অশোক কুমার মন্ডল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আমাদের জানানো হয়েছে। এ পত্রের আলোকে বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফএজেন্ট এসোসিয়েশনের এক বৈঠকে বসেন। বৈঠকে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষ্যে হিলি বন্দর দিয়ে টানা ৫দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এসোসিয়েশন। ভারত ও বাংলাদেশের মিলিয়ে টানা ১২ দিন বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকার বিষয়টি এসাসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে বন্দরের আমদানি রপ্তানি কারক সহ বন্দর সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।

 

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যাবস্থাপক (প্রশাশন ও অপারেশন) এস,এম হায়দার জানান, বন্ধ সংক্রান্ত একটি পত্র এসাসিয়েশনের পক্ষ থেকে আমরা পেয়েছি। বন্দরের ভেতরে আটকে পড়া আমদানিকৃত পন্য ডেলিভারি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বন্দর হতে পন্য ডেলিভারী দিতে হলে কাষ্টমসের প্রয়োজন রয়েছে সেহেতু এ বিষয়ে তাদের সহিত আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, দুর্গাপুজা ও ঈদুল আযাহা উপলক্ষ্যে হিলি বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে দু-দেশের মাঝে যাত্রি পারাপার চালু থাকবে।

 

বার্তা প্রেরক- নজরুল ইসলাম খোকন, হিলি

মোবা:০১১৯১৭৭২২৭৭

Spread the love