
হিলি প্রতিনিধি : হিলি স্থলবন্দরের পণ্য প্রবেশ গেটে সীমান্তের শূন্যরেখার পাশে রেল লাইনের কাছে ভারত থেকে আমদানিকৃত চাল নিয়ে আসা ট্রাকের চাকা খুলে গিয়ে উল্টে যাওয়ায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, বিকেলে আমদানিকৃত চাল নিয়ে আসা ভারতীয় ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর সীমান্তের পাশে রেল লাইনের উপরে উঠতে গেলে ট্রাকের এক্সেল ভেঙে চাকা বের হয়ে যাওয়ায় ট্রাকটি সেখানেই উল্টে যায়। এতে করে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানান, ঘটনাটি সীমান্তের কাছে হওয়ায় সেখানে বিজিবি মোতায়েন রয়েছে।