
জিন্নাত হোসেন : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, নাট্য অভিনেত্রী তারানা হালিম এমপি ও কন্ঠ শিল্পী মমতাজ বেগম এমপির সাথে দিনাজপুর মহিলা আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় অনুষ্ঠিত।
২২ অক্টোবর বুধবার সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এপির কার্যালয়ে হুইপ ইকবালুর রহিম এমপি, নাট্য অভিনেত্রী তারানা হালিম এমপি ও কন্ঠ শিল্পী মমতাজ বেগম এমপির সাথে দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা শিরিন ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী আইরিন লতিফ, আরিফাত জাহান মৌসুমী, ইলোরা আহাম্মেদ ইতি, সম্পা সাহা মৌসহ অন্যান্য নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, দিনাজপুর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক সিরাজুস সালেকিন রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।